হোম > জাতীয়

সাবেক সংসদ সদস্য নদভী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার লালবাগের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শামসুজ্জামান দিপু সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার নদভীকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

মিয়ানমারে ‘শান্তির ফুল’ পপির কারণে দেশে বাড়ছে উদ্বেগ

রামপুরায় ভবনে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযুক্ত এসআই খাগড়াছড়িতে আটক

সৌদি আরবগামীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক

দুদকের মামলার আসামি সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক ও তাঁর স্ত্রী

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর তাজুল

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিগত দিনে ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি: শারমীন মুরশিদ

রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রেস উইং

সিঙ্গাপুরের চিকিৎসকেরা ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের সেবা দেবেন

ডোনাল্ড লু বাংলাদেশে এত আলোচিত কেন

গণবিরোধী কেউ বাংলা একাডেমি পুরস্কার পাবে না

সেকশন