হোম > জাতীয়

সুদান থেকে ফেরাতে বরাদ্দ ২ লাখ ডলার, পুনর্বাসনে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

বিশেষ প্রতিনিধি, ঢাকা

গৃহযুদ্ধকবলিত আফ্রিকার সুদান থেকে ফিরতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথম ধাপে আজ সোমবার দেশে ফিরেছেন ১৩৬ জন। ৯ বা ১০ মে আসবেন পরবর্তী ধাপের বাংলাদেশিরা। সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে প্রবাসী কল্যাণ বোর্ড থেকে দুই লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। ফেরত আসা এই প্রবাসীদের পুনর্বাসনে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান থেকে ফিরে আসা প্রবাসীদের উদ্দেশে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘চিন্তা করবেন না। দেশকে অনেক কিছু দিয়েছেন। কিন্তু আপনারা সেখানে সবকিছু হারিয়েছেন। এখন আপনারা প্রত্যেকে খালি হাতে এসেছেন। আপনাদের সাহায্য করার জন্য এবং পাশে থাকার জন্য আমরা এখানে এসেছি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে সবাইকে যথাসাধ্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম আপনাদের সহায়তা করবে, যেন এই কয়দিন আপনারা চলতে পারেন। আপনাদের অসুবিধাটা আমরা কিছুটা লাঘব করার চেষ্টা করব।’ 

সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে কল্যাণ বোর্ড থেকে দুই লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘আপনাদের (সুদানফেরত প্রবাসী) পুনর্বাসনের জন্য ঋণ দেওয়ার লক্ষ্যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে।’

৯ বা ১০ মে সুদান থেকে বাংলাদেশিদের পরবর্তী ব্যাচ দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘আপনারা আশ্বস্ত হতে পারেন যে অতিসত্বর বাকিদের নিয়ে আসা হবে।’

পরবর্তী সময় যাতে ক্ষতিগ্রস্তদের নিয়ে সরকার কাজ করতে পারে সে লক্ষ্যে ফেরত আসা সবাইকে নিবন্ধনের আওতায় আনার কথা বলেন মন্ত্রী। সুদানের পরিস্থিতির উন্নতি হলে কর্মীদের আবার ফেরত পাঠানোর আশ্বাসও দেন।

উল্লেখ্য, সুদান থেকে প্রথম দফায় ১৩৬ বাংলাদেশি সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকায় পৌঁছানো প্রত্যেক বাংলাদেশিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে নগদ তিন হাজার টাকা এবং আইওএম থেকে নগদ দুই হাজার টাকা এবং খাবার সরবরাহ করা হয়েছে।

নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

সেকশন