Ajker Patrika
হোম > জাতীয়

আগামীকাল ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখতে কর্মকর্তা-কর্মচারীদের আগামীকাল বুধবার ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইসি থেকে সরকারের কাছে চিঠি পাঠানোর পাশাপাশি ঐকমত্য কমিশনে মতামত দিয়ে তৎপর ভূমিকা রাখায় কর্মসূচিটি স্থগিত করেছেন ইসি কর্মীরা।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন বলেন, ‘আমাদের দাবি নিয়ে ইসি তৎপর রয়েছে। সরকারের কাছে ও ঐকমত্য কমিশনে চিঠি পাঠিয়েছে- এনআইডি ইসির অধীনে থাকা উচিত। ইসি সচিবালয়ের সিনিয়র সচিবও আশ্বস্ত করেছেন। এ জন্য সাধারণের সার্বিক সেবার কথা বিবেচনা করে ও আশ্বাসে আমরা বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছি।’

ইসি কর্মীদের দাবি পূরণে প্রক্রিয়া বিলম্বিত হলে আগামীতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান।

মূলত এনআইডি সেবা সুচারুভাবে করতে ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ গঠনের সরকারের উদ্যোগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘ন্যাশনাল সিটিজেন ডেটা কমিশন’ নামে স্বতন্ত্র সংস্থার সুপারিশ রয়েছে। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা ইসি থেকে অন্যত্র নেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করেছিলেন ইসি কর্মীরা। সরকারের দৃশ্যমান অগ্রগতি না পেলে ১৯ মার্চ বুধবার ‘অপারেশনাল হল্ট’ নামে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল ওই কর্মসূচি থেকে।

ইসি কর্মীরা জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করার দাবি জানিয়ে আসছে।

ভারতের সঙ্গে মিল রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা

গুম কমিশনকে যা জানালেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

আরসার অস্ত্রভান্ডার অক্ষত, হামলার আশঙ্কা

ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

নির্বাচনী আসনের সীমানা, দল নিবন্ধনসহ পাঁচ বিষয়ে বসছে ইসির কমিটি

এনজিওকর্মীকে যৌন হয়রানি-অপহরণ, এনজিও জোটের উদ্বেগ

চন্দ্রিমা উদ্যানের নাম পাল্টে আবারও ‘জিয়া উদ্যান’ করল সরকার

এবারের নববর্ষে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার উদ্যোগ নিচ্ছে সরকার

সবার মতামত নিয়ে ধর্ষণবিষয়ক আইন সংস্কারের পরামর্শ

ফুটবলে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার সুযোগ নেই: ক্রীড়া উপদেষ্টা