নৌকার পক্ষে ভোট চেয়ে বিতর্কিত জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনে দুই নিয়োগের তথ্য তথ্য জানানো হয়।
ডিসি মো. ইমরান আহমেদকে বদলি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর দিকে জামালপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো. শফিউর রহমান।
গত মঙ্গলবার একটি অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ‘বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করা আমাদের প্রত্যেকের অঙ্গীকার’ বলে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ। তাঁর এই বক্তব্য দেশজুড়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়।
এ ঘটনায় ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন: