হোম > জাতীয়

৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামালের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

দুদকের মহাপরিচালক বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তারা, যার প্রেক্ষিতে তাঁর নামে দুটি মামলা করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই লেনদেন তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

অপর মামলাটি করা হয়েছে কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে। এই মামলায় কামাল মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্য দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি না থাকায়, শাহিদা কামালের নামে বা বেনামে সম্পদ থাকতে পারে সন্দেহে দুদক আইন ২০০৪-এর ২৬ (১) ধারা মোতাবেক তাঁর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুর্নীতিগ্রস্ত অন্য নেতাদের মতো কামাল মজুমদারের দুর্নীতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ছাত্র আন্দোলনে দায়ের করা বেশ কিছু হত্যা মামলায় গত বছরের ১৯ অক্টোবর কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।

জেমস প্ল্যাটফর্মে তথ্য হালনাগাদ না করলে পদোন্নতি থেকে বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয়

আরোপিত শুল্ক নিয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠক

মানব পাচার রোধের প্রতিশ্রুতিতে অটল বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

জুলাই আন্দোলনে সহিংসতা: পুলিশের অস্ত্র–গুলির বয়ানে গরমিল

ঢাকামুখী মানুষের ভিড়

অনিয়মে জেরবার কৃষির প্রকল্পে মেয়াদ বাড়ছে

মার্কিন পণ্যে শুল্ক কমিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা

চিকেন’স নেক কী? বাংলাদেশ-ভারত-চীন ভূ-রাজনীতিতে এর গুরুত্ব কতটা

মার্কিন শুল্ক নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবেন ড. ইউনূস