নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে। একলাছ উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ২০০৬ সালের ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯ ধারা লঙ্ঘনের দায়ে এই রিট করা হয়েছে।