হোম > জাতীয়

দেশের শ্রমজীবী শিশু প্রায় সাড়ে ৩৫ লাখ, এক দশকে বেড়েছে ৮৬ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশুশ্রম নিরসনে সরকারের নানা উদ্যোগের মধ্যেও গত এক দশকে দেশের শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭। এক দশকের ব্যবধানে বেড়েছে ৮৬ হাজার জন।
 
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল চাইল্ড লেভার সার্ভে ২০২২-এ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার, এদের মধ্যে শ্রমজীবী শিশু ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭। যা এই বয়সী মোট শিশুর ৮ দশমিক ৯ শতাংশ। 

এর আগে ২০১৩ সালের শিশুশ্রম জরিপে শ্রমজীবী শিশু ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন। সে হিসাবে ১০ বছরের ব্যবধানে বেড়েছে ৮৬ হাজার ৫৫৮ জন। 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিক নিয়োজিত আছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন। ১০ বছর আগের যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ জন। এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিক কমেছে ২ লাখ ১১ হাজার ৯৮৩ জন। 

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মাট ক্যানেল এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর থমো পুটিনিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ড. মতিয়ার রহমান।

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

সেকশন