হোম > জাতীয়

সহজকে ২ লাখ টাকা জরিমানা, ‘সন্তুষ্ট’ সেই আন্দোলনকারী রনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ রেলওয়ের টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সহজ ডট কমকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রনি।

গত ১৩ জুন অনলাইনে টাকা পেমেন্ট করলেও টিকিট পাননি রনি। এ ঘটনায় রেলওয়ে ও ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেন রনি। আজ বুধবার ২০ জুলাই সকাল ১০টার দিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের সভাকক্ষে রনির অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় রনির অভিযোগের সত্যতা পেয়ে সহজ ডটকমকে ভোক্তা আইনের ৫৭ ধারায় এই অর্থদণ্ড দেয় ভোক্তা অধিদপ্তর। শুনানির সময় অভিযোগকারী মহিউদ্দিন রনি ও সহজ ডটকমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি জানান, পাঁচ কর্মদিবসের মধ্যে সহজকে এই টাকা পরিশোধ করতে হবে। জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ অর্থাৎ ৫০ হাজার টাকা মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি। 

রায়ের প্রতিক্রিয়ায় মহিউদ্দিন রনি বলেন, ‘আমি রায়ে যথেষ্ট সন্তুষ্ট।’ 

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন