হোম > জাতীয়

এক অতিরিক্ত ডিআইজি ও দুই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি ও দুজন পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) সাবেক উপপুলিশ কমিশনার, ডিএমপি মো. শহিদুল্লাহর বিরুদ্ধে গত বছরের ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার হন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা হয়েছে। এসব মামলায় তাঁকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার (২) উপধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাঁর বিরুদ্ধে বাগেরহাট জেলা ফকিরহাট থানায় হত্যা মামলা রয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এসব মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারা (২) উপধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে কুমিল্লা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা রয়েছে। এ মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপধারা (২) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপধারা (২)–এ বলা আছে, কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্তরূপ আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প দেখতে খুরুশকুলে প্রধান উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা রোহিঙ্গা সংকটকে আরও গভীর করবে

সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর প্যাকেজে জুলাইয়ে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সমর্থন, রোহিঙ্গা সহায়তা হ্রাসে উদ্বেগ

কক্সবাজারে নির্মাণাধীন বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

১৫ জুলাই ঢাবিতে হামলায় শতাধিক ছাত্রলীগ কর্মী চিহ্নিত, ৭০ শিক্ষকের বিরুদ্ধে উসকানির অভিযোগ

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ২০ লাখ হিট

ঈদযাত্রায় চার দিনের বাস টিকিটের চাহিদা বেশি