হোম > জাতীয়

তিন মাসে ১২৫ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১০৭: আসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

চলতি বছর তৃতীয় প্রান্তিকে অর্থাৎ গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশে ১২৫টি শিশু হত্যার শিকার হয়েছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ১০৭টি শিশু। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ত্রৈমাসিক শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও নিজস্ব তথ্য অনুসন্ধানের মাধ্যমে সংস্থাটি এই প্রতিবেদন তৈরি করেছে। আজ সোমবার এক বিবৃতির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আসকের প্রতিবেদনের তথ্যমতে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত হত্যার শিকার ১২৫ শিশুর মধ্যে ৫৩ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। এরপর রয়েছে শূন্য থেকে ৬ বছরের মধ্যে ৩২টি এবং ৭ থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ২৬টি শিশু। এ ছাড়া ১৪ শিশুর বয়সের উল্লেখ নেই। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মোট ২২৮ শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ১০৯ জনের বয়সের উল্লেখ নেই। এ ছাড়া ৫৮ জনের বয়স ১৩ থেকে ১৮-র মধ্যে, ৪৩ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। ১৮ জন রয়েছে ৬ বছরের ভেতর।

প্রতিবেদনে আসক জানায়, গত তিন মাসে ১০৭টি শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ৯১টি মেয়েশিশু এবং ১৬টি ছেলেশিশু। একই সময়ে ২৫টি শিশু যৌন হয়রানির শিকার হয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা