হোম > জাতীয়

ভোটার সশরীরে হাজির না হলে এনআইডি প্রিন্ট করতে নিষেধ করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা সংশোধনের ক্ষেত্রে ভোটার সশরীরে হাজির না হলে তা প্রিন্ট করতে নিষেধ করে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি শাখার সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম ইতিমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, নতুন এনআইডি নম্বর তৈরি হওয়ার পর অথবা এনআইডি সংশোধন হওয়ার পর ভোটারেরা অনলাইনে এনআইডির কপি ডাউনলোড করে প্রিন্ট করেন। যেহেতু তাঁরা অনলাইনে আবেদন করে থাকেন সেহেতু অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন সেটিই প্রত্যাশা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, উপজেলা, জেলা নির্বাচন অফিস থেকে কার্ডটি প্রিন্ট করা হয়েছে, অথচ ভোটার অনলাইনে ডাউনলোড করার চেষ্টা করছেন। এটি সার্ভারের সমস্যা কিনা তা জানতে চেয়ে অনেকে আইটিতে যোগাযোগ করেন। আবার অনেকে সরাসরি চলে আসেন। অথচ কার্ডটি উপজেলা, জেলা অফিস থেকে প্রিন্ট করা হয়েছে। শুধু একটি লেমিনেটেড কার্ড সংগ্রহের জন্য অনেকের ঢাকা থেকে উপজেলা, জেলায় যাওয়াটা কষ্টকর হয়ে দাঁড়ায়।

এনআইডি কার্ডটি একবার প্রিন্ট হয়ে গেলে অনলাইন থেকে ভোটার আর ডাউনলোড করতে পারেন না। এ অবস্থায়, নতুন ভোটারের এনআইডি অনুমোদনের পর অথবা সংশোধিত এনআইডি অনুমোদনের পর যেসব ভোটার সশরীরে উপজেলা, জেলায় হাজির হবেন না, সেসব ভোটারের এনআইডি কার্ড প্রিন্ট না দেওয়ার জন্য সিনিয়র জেলা, জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের অনুরোধ করা হয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা