Ajker Patrika
হোম > জাতীয়

আশিয়ানের চেয়ারম্যান হওয়ায় কম্বোডিয়াকে বাংলাদেশের অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আশিয়ানের চেয়ারম্যান হওয়ায় কম্বোডিয়াকে বাংলাদেশের অভিনন্দন

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আশিয়ানের চেয়ারম্যান হওয়ায় কম্বোডিয়াকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। আলাপকালে আশিয়ানের চেয়ারম্যান ও সংস্থাটির মিয়ানমার বিষয়ক চেয়ার হওয়ায় অভিনন্দন জানান আবদুল মোমেন। এ সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চান তিনি। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ, মিয়ানমার এবং এ অঞ্চলের সম্ভাব্য জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং আন্তসীমান্ত অপরাধের মতো নিরাপত্তা ঝুঁকির বিষয়টি প্রাক সোখোনকে জানান তিনি। 

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন প্রাক সোখোন। সেই সঙ্গে এ সংকটের টেকসই সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে বলেও নিশ্চিত করেন তিনি। 

এ সময় আশিয়ানের সেক্টরাল ডায়ালগ অংশীদার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য কম্বোডিয়ার সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এ বিষয়ে আশিয়ান সচিবালয়ে প্রয়োজনীয় সমন্বয়ের নিশ্চয়তা দেন প্রাক সোখোন। 

রোহিঙ্গাদের দেখতে প্রাক সোখোনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান একে আবদুল মোমেন। আলাপকালে দুই মন্ত্রী একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান।

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল