Ajker Patrika
হোম > জাতীয়

নির্বাচন সামনে রেখে ১৫২ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন সামনে রেখে ১৫২ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ১৪০ জন পুলিশ সুপার পদে কর্মরতদের সুপার নিউমারারি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ১২ জন পুলিশ সুপারকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশের ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপির উপপুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলি, কুষ্টিয়া পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, খুলনা নৌপুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে ১৪০ জন পুলিশ সুপারকে সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে সেসব কর্মকর্তা মিশন, শিক্ষা ছুটি, পেষণ বা লিয়েনে কর্মরত আছেন। তাদের মূল কর্মস্থলে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা পাবেন না।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদগুলোতে কর্মরতরা পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদ তৈরির তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্তরা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

দলগুলোর সঙ্গে সংলাপ আগামী সপ্তাহ থেকে

নিরাপত্তা নেই শিশুর, ৮ বছরে ধর্ষণের শিকার প্রায় ৫ হাজার

পুলিশের সহযোগী ফোর্স ঘিরে হয়রানির আশঙ্কা

ঈদযাত্রায় যানজটের শঙ্কা মহাসড়কের ১৫৯ স্থানে

মব জাস্টিস নিয়ে কঠোর অবস্থানে সরকার

এনআইডি স্বরাষ্ট্রকে দেবে না ইসি, সরকারকে চিঠি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেদ্দায় তৌহিদ হোসেনের বৈঠক

ঈদ ঘিরে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন, শতভাগ টিকিট অনলাইনে

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে