বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আশুলিয়া থানাধীন এলাকায় গুলিতে হকার মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালতে মামলাটি করেন অ্যাডভোকেট হান্নান ভূঁইয়া।
আদালত বাদীর জবানবন্দি নিয়ে আশুলিয়া থানা-পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল–মামুন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার, বেনজীর আহমেদ ও সাভারের সাবেক দুই এমপি সাইফুল ইসলাম ও মুরাদ জং প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট হকার মো. শাহাবুল ইসলাম ওরফে শাওন সাভার আশুলিয়ায় বাইপাইলের তিন রাস্তার মোড়ে জামগড়া রোডের পাকা রাস্তায় ওপরে গুলিবিদ্ধ হন। বাদী অভিযোগ করেন, এজাহারে বর্ণিত আসামিদের নির্দেশে তাঁদের অধীন পুলিশ সদস্যরা গুলি করার কারণে ভিকটিম গুলিবিদ্ধ হয়ে নিহত হন।