Ajker Patrika
হোম > জাতীয়

দুই দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দুই দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে আজ শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। 

যুক্তরাষ্ট্র দূতাবাস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা তাঁর ছবি যুক্ত করে এক টুইটে এই কর্মকর্তার ঢাকায় আসার কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালক নাইম উদ্দিন আহমেদ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। 

আগামীকাল রোববার ডোনাল্ড লু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে দূতাবাস জানিয়েছে। 

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে দেশটির বিনিয়োগের সম্ভাবনা, মার্কিন অস্ত্র বিক্রির সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় চুক্তি সই করা, ঢাকায় রাষ্ট্রদূত পিটার হাসসহ মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের হালচালসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে কূটনীতিকেরা মনে করছেন। 

অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে র‍্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি এম এ রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া এবং দেশটির বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হবে বলে তাঁরা জানান। 

এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ কর্মী সাজেদুল ইসলামের বাসায় এক অনুষ্ঠানে গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করে বলে মার্কিন দূতাবাস অভিযোগ করে। এ ছাড়া কিছু লোক তাঁর গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে। ফলে তাঁর নিরাপত্তায় অনিশ্চয়তা সৃষ্টি হয় বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে পররাষ্ট্র দপ্তরে ডেকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। 

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল নিবন্ধনের আবেদন চায় ইসি

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা বাড়ছে

১৫ রোজার মধ্যে সড়কের সংস্কারকাজ শেষ করার নির্দেশ সড়ক উপদেষ্টার

মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাই কোর্টের

পলিটেকনিকের শিক্ষকের ২০ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

কুয়েতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

দুই পানি শোধনাগার প্রকল্প ১০ বছর ধরে আটকা, প্রধান উপদেষ্টার বিস্ময়

ধর্ষণ মামলা ১৫ দিনে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে: আইন উপদেষ্টা

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন করতে হবে: উপদেষ্টা ফরিদা