হোম > জাতীয়

চলতি বছর ডেঙ্গুতে মৃত ১৮৫, আক্রান্ত বেশি তরুণেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থামছে না ডেঙ্গুর প্রকোপ। এডিস মশাবাহিত এই ভাইরাসে মৃত্যুতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নতুন করে আরও ৫ জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি সন্দেহভাজন রোগীদের মধ্যে ৭৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৫৯৮ জনে দাঁড়িয়েছে।

নতুন মারা যাওয়া ৫ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। দেশের ইতিহাসে এক বছরে এত মৃত্যু এই প্রথম। এখনো হাসপাতালে ভর্তি ৩ হাজার ১৪৪ জন। যাদের রক্তচাপ কমে যাওয়া ও বমি হওয়াসহ নানা জটিলতা রয়েছে। 

এ বছর আক্রান্ত ও মৃত্যু বেশি রাজধানীতে। এখন রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ১১৫ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, মিটফোর্ড হাসপাতালে ১৮ জন এবং বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১২ শিশু।

অতীতের ডেঙ্গু বিষয়ক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণত জুলাই-আগস্টে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছায়। ২০১৯ সালেও যখন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, তখনো এই পরিস্থিতি ছিল। তবে এবার তার উল্টো ঘটেছে। এ বছর সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। এখনো সংক্রমণের যে ধারা, চলতি নভেম্বরেও সেটি অব্যাহত থাকতে পারে বলে ধারণা কীটতত্ত্ববিদদের। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি তরুণেরা। যাদের বয়স ১৯ থেকে ২৯ বছর। সবচেয়ে কম আক্রান্তের তালিকায় এক থেকে চার বছরের শিশু ও ষাটোর্ধ্ব ব্যক্তিরা।

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট