Ajker Patrika
হোম > জাতীয়

সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের প্রস্তাব গণফোরামের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের প্রস্তাব গণফোরামের 

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে গণফোরাম। সংলাপ শেষে দলের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এ কথা জানান। অসুস্থতার কারণে সভাপতি ড. কামাল হোসেন সংলাপে অংশ নিতে পারেননি বলেও জানান তিনি। 

মোকাব্বির খান বলেন, নির্বাচন কমিশন গঠনে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে উল্লেখ আছে। স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যেও বাংলাদেশের মহান জাতীয় সংসদ কর্তৃক নির্বাচন কমিশন গঠনের উক্ত আইনটি প্রণয়ন করা সম্ভব হয়নি। ফলে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে ইতিপূর্বেও একাধিকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতবিনিময় ও সার্চ কমিটি গঠন ইত্যাদি প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা হয়। কিন্তু উক্ত প্রক্রিয়ায় গঠিত নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকা জাতিকে এক অনাকাঙ্ক্ষিত ও নেতিবাচক পরিণতির দিকে ঠেলে দিয়েছে, জাতীয় স্বার্থে যার অবসান নিশ্চিত করা অপরিহার্য। 

মোকাব্বির জানান, গণফোরামের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, বাংলাদেশের মহান জাতীয় সংসদ কর্তৃক নির্বাচন কমিশন গঠন ও পুনর্গঠনের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আইনটি প্রণীত হওয়া একান্তভাবে আবশ্যক। একই সঙ্গে নির্বাচন চলাকালীন জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের নির্দলীয় ও নিরপেক্ষ ভূমিকা এবং দায়-দায়িত্ব নিশ্চিত করে প্রয়োজনীয় বিধি-বিধান প্রণয়ন করা আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। 

এদিকে সংলাপে এসে দলের অপর অংশ মোস্তফা মহসীন মন্টুদের অস্বীকার করেছেন মোকাব্বির। ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ব্যাপারে দলের ওই অংশের অনুরোধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে গণফোরামের এই নির্বাহী সভাপতি বলেন, মন্টুরা কেউ না। সংলাপে অংশ নেওয়ার ব্যাপারে দলীয় প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনের মত ছিল কি না, জানতে চাইলে মোকাব্বির বলেন, ‘উনি কখনো না করেন না। আমরা বর্ধিত সভা করেছি তাতেও তাঁর না ছিল না।’

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা–সিলেট

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল