নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, যারা পণ্য মজুত করে দেশে সংকট তৈরি করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা মজুতদারি করছেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনে মজুতদারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে বেশ কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ডলারের মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমদানিতে সমস্যা তৈরি হয়। এতে দেশের বাজারে পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। ফলে দেশের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জীবন চলার কঠিন হয়ে পড়ে।