Ajker Patrika
হোম > জাতীয়

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন রশীদ, মুখ্যসচিব মোমেন

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন রশীদ, মুখ্যসচিব মোমেন

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং মুখ্যসচিব হতে চলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন। শিগগিরই তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আজ বৃহস্পতিবার সচিবালয়ের একটি বিশ্বস্ত সূত্র আজকের পত্রিকা’কে বিষয়টি জানিয়েছে। 

তথ্য অনুযায়ী, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি বাতিল করে আব্দুর রশীদকে নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে ড. শেখ আব্দুর রশীদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। 

তারও আগে গত ১৩ আগস্ট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. শেখ আব্দুর রশীদ। 

 ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নিয়েই মিথ্যা মামলা দিয়ে তাঁকে ওএসডি করে। পরে তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও তাঁকে চার বছর পর জানানো হয়, যখন অবসরে যান তিনি। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি তাঁর ব্যাচে ফার্স্ট হয়েছিলেন। 

একই ব্যাচের কর্মকর্তা ড. আব্দুল মোমেন। ২০০৯ সালে একই কায়দায় তাঁকেও ওএসডি করা হয়। তখন তিনি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৭ আগস্ট তাঁকে চুক্তিতে ২ বছরের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়।

আরও খবর পড়ুন:

রাজধানীতে ছিঁচকে চোর বেড়েছে, তা থেকেই মবের ঘটনা ঘটছে: স্বরাষ্ট্রসচিব

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

উন্নয়ন ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

নিয়োগের পথ খুলল প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই