এবার ঢাকার এক সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাসহ তিন জেলা নির্বাচন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেনকে ইসি সচিবালয়ের উপসচিব, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানকে ইসি সচিবালয়ের সিনিয়র সহাকারী সচিব ও নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমকে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহাম্মদ খান ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. ফরহাদ হোসেনকে ওএসডি করা হয়।