হোম > জাতীয়

অর্ধেক আসনে যাত্রী নিয়ে কীভাবে বাস চলবে, বৈঠক আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধকে যাত্রী পরিবহন ও ভাড়া বাড়ানো হবে কি-না, সেসব নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে আগামীকাল বুধবার বৈঠক হবে। 

বৈঠকের বিষয়ে বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মাদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে বলেন, করোনার সংক্রম বাড়ার কারণে সরকারের নির্দেশনা অনুয়ায়ী কীভাবে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলবে এবং ভাড়া নিয়ে আলোচনা করারা জন্য বুধবার দুপুরে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা হবে। 

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এক নেতাও বৈঠকের বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৈঠকে ভাড়া নিয়ে আলোচনা হবে। বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

এদিকে লঞ্চের বিষয়ে জানতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল বলেন, ‘লঞ্চগুলোয় অর্ধেক যাত্রী নিয়ে চলার কোনো নির্দেশনা ফরমালি আমাদের এখনো জানানো হয়নি। কর্তৃপক্ষ জানালে, তখন আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, অর্ধেক যাত্রী নিলে ভাড়া বাড়াতে চান লঞ্চ মালিকের। লঞ্চ মালিকের আগামী কয়েক দিনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রেখেছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা