হোম > জাতীয়

সরকার পরিবর্তন হলেই শাসন বদলে যায় না: দেবপ্রিয় ভট্টাচার্য

আজকের পত্রিকা ডেস্ক­

দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি

সরকার পরিবর্তন হলেই শাসনব্যবস্থার পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানাতে হলে আগের সময়ের পাচার ও লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুশাসনের আকাঙ্ক্ষার জন্য জনকেন্দ্রিক সংস্কার’ শীর্ষক নাগরিক সম্মেলনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ রোববার এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারের সংলাপ অব্যাহত রাখতে হবে। সবার জন্য সংলাপের দুয়ার খোলা রাখতে হবে। একই সঙ্গে সুশাসনের জন্য সংস্কার অব্যাহত রাখতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাধান্য দিতে হবে।

বিগত সরকারের সময় বিদ্যা ও মেধার স্বীকৃতি ছিল না মন্তব্য করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বরং চাটুকারদের বেশি মূল্যায়ন করা হয়েছে। তার বড় উদাহরণ সুপ্রিম কোর্ট, আজকের প্রধান বিচারপতিকে পাঁচবার পদোন্নতি না দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। তাই সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। পিছিয়ে পড়া মানুষের মূল্যায়ন করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষদের আগামী দিনে এগিয়ে নেওয়া না হলে ৫ আগস্ট যাঁরা প্রাণ দিয়েছেন ও ত্যাগ করেছেন, তা কোনো কাজে আসবে না।

সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, রাষ্ট্রের ওপর যদি আস্থা ও বিশ্বাস না রাখা যায়, তবে সংস্কার প্রক্রিয়ায় প্রকৃত ফলাফল পাওয়া কষ্টকর হবে। এ জন্য তিনি সবাইকে সংগঠিত ও একত্রিত থাকার কথা বলেছেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, অন্যায় যেখানে হবে, সেখানে সোচ্চার হতে হবে। এসডিজিতে যে অগ্রগতি তুলে ধরা হয়েছে, তা পুনর্বিবেচনা করা হবে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ