হোম > জাতীয়

বিশেষ ক্যাম্পেইন করে চলতি মাসেই শেষ প্রথম ডোজের টিকাদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় দফায় বিশেষ ক্যাম্পেইনের মধ্য দিয়ে চলতি মাসেই শেষ হচ্ছে করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম। এরই মধ্যে ১০ কোটির বেশি মানুষ প্রথম ডোজের টিকার আওতায় এসেছে। তবে পিছিয়ে দ্বিতীয় ও বুস্টার ডোজ। সেই কার্যক্রম ত্বরান্বিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনা ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে সর্বোচ্চসংখ্যক টিকা দেওয়ার লক্ষ্য রেখেছি। এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি, আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকব। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।’ 

খুরশীদ আলম বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের বেশির ভাগই টিকা নেননি। যাঁরা নিয়েছেন, তাঁদের মধ্যে মৃত্যুহার এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি, সবাই করোনার টিকা নিন, নিজেকে ও দেশকে সুরক্ষিত রাখুন।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ১০ কোটি ৯ লাখ ১১ হাজার ২১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৭২১ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৬ লাখ ৯৮ হাজার ৫২০ জনকে।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

সেকশন