নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যৌথ বাহিনীর চার দিনের অভিযানে দেশের বিভিন্ন জেলা থেকে ৫৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞিপ্ততে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ থেকে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে রিভলবার ২টি, পিস্তল ১৮, রাইফেল ২, শটগান ১১, পাইপগান ১, শুটারগান ৬, এলজি ৩, বন্দুক ৩, একে ৪৭—১টি, গ্যাসগান ১, চায়নিজ রাইফেল ১, এয়ারগান ১টি এবং এসবিবিএল ৩টি। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।