Ajker Patrika
হোম > জাতীয়

করোনায় আরও ৩১ মৃত্যু, রোগী শনাক্ত ১৮ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনায় আরও ৩১ মৃত্যু, রোগী শনাক্ত ১৮ লাখ ছাড়াল

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত এক দিনে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেখানে গতকালও ৩১ জনের মৃত্যু এবং ১৩ হাজার ৫০১ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন করোনা রোগী। 

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৬৭টি সক্রিয় ল্যাবে ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। 

আগের দিন ৮৬৫টি সক্রিয় ল্যাবে ৪৫ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ। 

দেশে মোট ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৮৬ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৫৭ শতাংশ। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। 

গাম্বিয়া যেতে আর ভিসা লাগবে না সরকারি পাসপোর্টধারীদের

বাংলাদেশ ব্যাংকে শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে রুল

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

স্ত্রীসহ সাবেক মন্ত্রী মায়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ: ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

শেখ হাসিনা ও ফজিলাতুন নেছা মুজিবের নাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বাদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু ৭ দিনের মধ্যে: আসিফ নজরুল

বাংলাদেশ প্রশ্নে ভারতের মন্তব্য অযাচিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলা দ্রুত শেষ করার নির্দেশ আইজিপির