হোম > জাতীয়

এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭: ০২
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে। ছবি: সংগৃহীত

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে। তবে সংবাদ সংস্থাটি বিস্তারিত তথ্য দেয়নি। গতকাল রোববার বাংলাদেশ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলবের এক দিন পর এই পদক্ষেপ নিল নয়াদিল্লি।

তবে ঢাকার একটি সূত্র জানিয়েছে, সীমান্ত ইস্যুতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করেছে সাউথ ব্লক। কূটনৈতিক মহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লক হিসেবেও সমধিক পরিচিত।

গতকাল রোববার এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার বাংলাদেশে পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান এবং বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পরে পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ প্রায় ৪৫ মিনিট চলে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে ভারতীয় রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত অপরাধহীন রাখতে সহযোগিতামূলক ব্যবস্থায় জোর দিচ্ছে ভারত। সে ক্ষেত্রে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সমঝোতা চুক্তি অনুযায়ী সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি।

ভারতের হাইকমিশনার বলেন, ‘সীমান্ত অপরাধহীন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে চোরাচালান ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়।’ তিনি আরও বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা (স্মারক) আছে। সীমান্ত রক্ষা বাহিনীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। আশা করি যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন হবে।’ সীমান্ত অপরাধহীন রাখার জন্য দুই দেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।

সংবিধানের অস্তিত্ব নেই, প্রোক্লেমেশন না হলে বিপদ: বিচারপতি আব্দুর রহমান

প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার ভেতর নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে ইসি

গ্যাসের রান্নায় দুর্ঘটনা রোধে ১৭টি সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করছে বিএসটিআই

জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক: মাহফুজ আলম

সেকশন