কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম বৈঠক আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লি সফরে যাবেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি সাংবাদিকদের জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, এ বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে জানতে চাইলে এক কূটনীতিক বলেন, সফরের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে আছে। উভয় পক্ষের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে।