নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে সময় চেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
আজ বুধবার (৫ জুন) বিকেলে আইনজীবীর মাধ্যমে তিনি সময়ের আবেদন করেন বলে আজকের পত্রিকা’কে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) বেনজীরকে ও তাঁর স্ত্রী-সন্তানদের রোববার (৯ জুন) দুদক কার্যালয়ে তলব করা হয়েছিল।
তবে এই সময়ের মধ্যে হাজির হতে পারবেন না জানিয়ে দুদকে আবেদন করেছেন বেনজীর। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ১৫ দিন পর্যন্ত সময় দিতে পারে।
বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের তলবের বিষয়টি গত ২৮ মে জানায় দুদক।
আরও খবর পড়ুন—