ভারতে রপ্তানিকারকদের দাম বৃদ্ধির সংবাদে দেশে খুচরা বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকা কেজি হয়ে গেল। সরকারের কোথাও নিয়ন্ত্রণ আছে বলে টের পাওয়া যায় না—সংসদে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এই বক্তব্য দেওয়ার সময় তাঁকে উদ্দেশ করে হাসাহাসি করেন সরকারদলীয় সংসদ সদস্যরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান চুন্নু।
আজ বুধবার জাতীয় সংসদে ফাইন্যান্স কোম্পানি বিল-২০২৩ পাসের আলোচনার সময় এমন পরিস্থিতির তৈরি হয়।
জাপা মহাসচিব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং টাকা পাচার রোধে ব্যর্থতার দায় দিয়ে সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ার সময় সরকারদলীয় সংসদ সদস্যরা হাসাহাসি করেন। তাঁরা নিজেরা কথা বলে বক্তব্য দানে বিঘ্ন ঘটান।
জবাবে চুন্নু বলেন, ‘আ হা করেন...বাজারে যান না, পেঁয়াজ কত করে দেখেন, আ হা করেন!’ সরকারদলীয় সংসদ সদস্যরা কথা বলে বক্তব্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে চুন্নু বলেন, ‘ভাই ডিস্টার্ব করেন! ডিস্টার্ব কইরেন না, বাস্তবতায় আসেন। আ হা করেন! আ হা, বা হা হয়ে যাবে!’