হোম > জাতীয়

টিকটক বন্ধের আলোচনা চলছে

প্রতিনিধি

ঢাকা:   টিকটক ভিডিও তৈরির ফাঁদে ফেলে তরুণীদের ভারতে পাচার করা হচ্ছে। সম্প্রতি ভারতে কয়েকজন মিলে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এমন তথ্য বেরিয়ে এসেছে। আলোচিত এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী গুলোও ক্ষতিকর অ্যাপস বন্ধে তোড়জোড় শুরু করেছেন। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, টিকটক বন্ধের আলোচনা চলছে। তবে উঠতি বয়সী তরুণীসহ সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ সোমবার যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এবং নড়াইল থেকে এই নারী পাচারকারী চক্রের অন্যতম হোতা নদীসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের হাতিরঝিল থানার পুলিশ। তাঁদের কাছে থেকে নারী পাচারের বিষয়ে আরও জানার জন্য আদালতে আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।  

তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা বলছেন, রিমান্ডের প্রথম দিনেই তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। পুলিশ বলছে, টিকটকের তারকা বানানোর প্রলোভন দেখিয়ে ভারতে নারী পাচারকারী চক্রের হোতা ‘টিকটক’ হৃদয়  বাবু। যে এখন পর্যন্ত অনন্ত ৫০ জন নারী পাচারে কাজ করেছেন। 

আলোচিত এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী গুলোও ক্ষতিকর অ্যাপস বন্ধে তোড়জোড় শুরু হয়েছে। এ বিষয়ে গত সপ্তাহেও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ডিজি) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটকসহ কয়েকটি ডিজিটাল অ্যাপস ব্যবহারের মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এ জন্য ক্ষতিকর অ্যাপসগুলো বন্ধ করার বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি পর্যালোচনা করছে।

র‍্যাব ডিজি বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপরাধে জড়ানোদের তালিকা তৈরি করা হচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে প্রযুক্তি বর্জন করা নয় বরং ইতিবাচকভাবে প্রযুক্তির ব্যবহার করে আমাদের জীবনমান উন্নয়নে করতে হবে।

সম্প্রতি ২২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে নির্যাতন ও যৌন নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর জেরে গত ২৭ মে ভারতের বেঙ্গালুরু থেকে রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। এরপর বাংলাদেশ পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করলে নারী পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পায়। এ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারী পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় পুলিশও গ্রেপ্তার করে ১২ জনকে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা