Ajker Patrika
হোম > জাতীয়

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ

দুই দিনের সফরে আজ শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রাতেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক নৈশভোজে অংশ নেন। 

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নৈশভোজে আলাপকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ডোনাল্ড লু-কে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

আগামীকাল রোববার ডোনাল্ড লু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে দূতাবাস জানিয়েছে। 

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে দেশটির বিনিয়োগের সম্ভাবনা, মার্কিন অস্ত্র বিক্রির সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় চুক্তি সই করা, ঢাকায় রাষ্ট্রদূত পিটার হাসসহ মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের হালচালসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে কূটনীতিকেরা মনে করছেন। 

অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে র‍্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি এম এ রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া এবং দেশটির বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হবে বলে তাঁরা জানান। 

এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ কর্মী সাজেদুল ইসলামের বাসায় এক অনুষ্ঠানে গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করে বলে মার্কিন দূতাবাস অভিযোগ করে। এ ছাড়া কিছু লোক তাঁর গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে। ফলে তাঁর নিরাপত্তায় অনিশ্চয়তা সৃষ্টি হয় বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে পররাষ্ট্র দপ্তরে ডেকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। 

শহিদুল আলম দেশে ফিরছেন শনিবার ভোরে

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জিপিওর জায়গায় পোস্টাল মিউজিয়াম করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

সৈয়দ মনজুরুল ইসলামের জানাজা শনিবার সকালে

ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে

ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ন্যায়বিচারের পথে অগ্রগতি বলল এইচআরডব্লিউ

ইসরায়েলে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে

হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন