হোম > জাতীয়

পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে মন্তব্য করতে চান না শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, ‘এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এটিই সরকারের সার্বিক নির্দেশনা। তাই এ বিষয়ে আলাদা মন্তব্য করা যাবে না। কারণ, এটি সরকারের নীতিনির্ধারণী বিষয়।’

আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পাঠ্যক্রম পোর্টাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘১ জুলাইয়ের পর যেসব শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ দেবেন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও যেখানে যোগ দেবেন, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আছে। অবশ্যই সেটি সরকারের সার্বিক একটি নির্দেশনা। শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ, তবে সর্বজনীন পেনশনের বিষয়ে আলাদা মন্তব্য করা যাবে না। কারণ, এটি সরকারের নীতিনির্ধারণী বিষয়।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘পেনশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে কিছু বিষয় পরিষ্কার করেছে। এর বাইরে কোনো বিষয়ে বক্তব্য দিতে চাই না। অচলাবস্থার কথা বলা হচ্ছে। আমরা দেখেছি, এর আগে অনেক সরকারের সময় বিশ্ববিদ্যালয়গুলো মাসের পর মাস বন্ধ ছিল। তখন তো আমরা এভাবে বলিনি যে, অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকেরা কিছু কর্মসূচি দিচ্ছেন। তবে অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণের পর এ বিষয়ে বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ