হোম > জাতীয়

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গভীর রাতে বারিধারার বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে আজ থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের দোসররা। তাঁদের হাতে প্রচুর টাকা রয়েছে। সেসব টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে চাচ্ছে। কিন্ত সেই সুযোগ তাঁরা পাবেন না। তাদের সবার ঘুম হারাম করে দিব।’

গতকাল রোববার দিবাগত রাত ২টার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে রাত ২:৩০টা থেকে রাত ৩টার মধ্যে বারিধারা ডিওএইচএসের ১ নম্বর রোডের ১৫১ নম্বর বাসার ৪র্থ তলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি প্রেস ব্রিফিং ডাকা হয়।

রাত ৩টার দিকে বিজিবি পুলিশ ও সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা পরিবেষ্টিত হয়ে সাংবাদিকদের সামনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের টহল কাজ করছে। আজ থেকে টহল আরও বাড়ানো নির্দেশ দেওয়া হয়েছে। দিনে রাতে যেখানে যখন দরকার পুলিশ চলে যাবে। যদি কখনো কারও গাফলতি থাকে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দিব। তাদের কোথাও জায়গা হবে না। যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখান থেকে উন্নতি করবই।’

নিজের পদত্যাগের দাবি বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদত্যাগের দাবি নতুন কিছু না। শিক্ষার্থীরা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক। সেটারই উন্নতি করার চেষ্টা করছেন তিনি। সেটা করতে পারলে পদত্যাগ আর কোনো আলোচনায় আসবে না।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা