হোম > জাতীয়

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা এমআরপি পাসপোর্ট করতে পারবেন

আজকের পত্রিকা ডেস্ক­

প্রবাসী বাংলাদেশিরা আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি তৈরির সুযোগ পাচ্ছেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে পারবেন। তবে দেশে অবস্থিত কোনো নাগরিক এমআরপি পাসপোর্ট করতে পারবেন না। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে এমআরপি পাসপোর্ট সেবা সীমিতকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবার মানোন্নয়নের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, প্রবাসী বাংলাদেশি যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধনের সহায়তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এমআরপি পাসপোর্ট করতে পারবেন। এরপর আর কোনো পাসপোর্ট এমআরপি করা হবে না।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, যেসব মিশনে পাসপোর্ট তৈরিতে জটিলতা হচ্ছে সেখানে অচিরেই তা সমাধা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ