বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। আজ শুক্রবার সন্ধ্যায় একাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পদত্যাগের কথা বলেন তিনি।
ওই অনুষ্ঠানে সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘আমি প্রথমে শর্ত দিয়েছিলাম সচিবালয় যেন হস্তক্ষেপ না করে। আসিফ নজরুল সাহেব করেননি, সচিবালয় এখন ব্যাপকভাবে হস্তক্ষেপ করে যাচ্ছে।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক। সেখানে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।
পদত্যাগপত্র হাতে নেওয়ার পর শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে বলেন, শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেনি।
অনুষ্ঠানে আসা দর্শকেরা এই পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা জামিল আহমেদকে স্বপদে থাকার জন্য অনুরোধ জানান।
উপস্থিত একজন দর্শক বলেন, ‘আমি একজন শহীদের মা, শহীদ পরিবার থেকে বলছি- আপনারা যদি চলে যান, নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে না।’