Ajker Patrika
হোম > জাতীয়

নতুন দলের নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন দলের নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের রুল
ফাইল ছবি

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা রিট আবেদনকারী দলের (রাষ্ট্র সংস্কার আন্দোলন) ক্ষেত্রে স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি রাশেদুজ্জামান রাজা এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী হাসনাত কাইয়ুম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম রহমান ভূঁইয়া।

এর আগে গত রোববার রিটটি দায়ের করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক আইনজীবী হাসনাত কাইয়ুম। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এ বিষয়ে আইনজীবী হাসনাত কাইয়ুম সাংবাদিকদের বলেন, রিটে আমরা কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির আইনে বলা আছে—রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে ১০০ উপজেলা ও ২২ জেলায় দলের কমিটি থাকতে হবে। কিন্তু পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত তিন জেলায় উপজেলা আছে মাত্র ২০টি। তাই পাহাড়ি জনগোষ্ঠী ইচ্ছা করলেও রাজনৈতিক দল গঠন করতে পারবে না, এমনকি আঞ্চলিক দলও গঠন করতে পারবে না। ইসির বর্তমান আইন অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীকে রাজনৈতিক দল গঠনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত হওয়াসহ আরও কয়েকটি বিষয় উল্লেখ করে এ রিট করা হয়েছে।

গত ১০ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে আগামী ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

সুখীদের তালিকায় বাংলাদেশের পতন

জাতীয় ঐকমত্য গঠনে সংলাপ শুরু

ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে বাদ পড়ছেন ডিসি-ইউএনওরা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের: প্রধান উপদেষ্টা

বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক ধর্ষণ নয়, প্রতারণা

র‍্যাব-এনটিএমসি বিলুপ্ত ও ডিজিএফআইয়ের কার্যক্রম সীমাবদ্ধ করতে হবে: টিআইবি

বিদ্যুৎ ভবনে বিএনপি ও আ. লীগের সিবিএ নেতাদের পাল্টাপাল্টি ধাওয়া, মাথা ফেটেছে একজনের

সংস্কার কমিশনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য প্রতিনিধিত্ব নেই: ড. দেবপ্রিয়

আমির হোসেন আমুর বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

সাদ মুসা গ্রুপের মালিকসহ ১১ জনের নামে মামলা