সাবেক সেনাপ্রধান আজিজের ভাই হারিস ও জোসেফের এনআইডি ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৩২

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয় হারিছ ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব শফিউল আজিম। 

তিনি বলেন, ‘তাঁরা দুজন (হারিছ ও জোসেফ) দুটি করে চারটি এনআইডি করেছে। এগুলো নিয়মকানুন না মেনে করা হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী এবং তদন্তের ভিত্তিতে এটি ব্লক করা হয়েছে।’

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে তাঁরা জাতীয় পরিচয়পত্রের কোনো সুবিধা পাবেন না।

এই সম্পর্কিত আরও খবর পড়ুন:

দ্বৈত নাগরিক মন্ত্রী-এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

নতুন ১০ সৌরবিদ্যুৎ প্রকল্পেও আ. লীগের সুবিধাপ্রাপ্তরা এগিয়ে

তদবির আমলে না নিয়ে একান্ত সচিবকে জানাতে বললেন উপদেষ্টা নাহিদ

২০২৫ অথবা ২৬, নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমার কথা বললেন প্রধান উপদেষ্টা