Ajker Patrika
হোম > জাতীয়

১৯ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস না দিলে ব্যবস্থা: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস না দিলে ব্যবস্থা: শ্রম প্রতিমন্ত্রী

১৯ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। যে সব মালিক এ নির্দেশনা মানবে না তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ঈদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আরএমজি বিষয়ক পরামর্শ পরিষদের ১০ম সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে বেশির ভাগই জুন মাসের বেতন আগেই পরিশোধ করেছে। আশা করছি বাকিরাও আগামী দুদিনের মধ্যেই বেতন পরিশোধ করবে।

এ বছরের করোনা আগের বারের চেয়ে ভয়াবহ। আগের বছরের চেয়ে মৃত্যু ও আক্রান্ত এবার বেশি। তাই ঝুঁকি নিয়ে শ্রমিকদের বাড়ি না যাওয়ার অনুরোধ জানান তিনি।

বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, এর আগে মন্ত্রণালয় নিজ উদ্যোগে শ্রমিকের বেতন-বোনাস আদায় করেছে। এবার হয়তো দরকার পড়বে না। কারণ অনেক কারখানা নিজ থেকেই বেতন দেওয়া শুরু করেছে। বাকিরাও দিয়ে দেবে। বোনাসও দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অনেক কারখানা কর্তৃপক্ষ।

সভায় শ্রমিক নেতা নাজমা আক্তার বলেন, বড় কারখানাগুলোতে বেতন হলেও ছোট-মাঝারি কারখানাতে এখনো হয়নি। এখন মালিকদের অর্ডার ভালো আসছে, মুনাফাও বেশি হচ্ছে। তাই বেতন-বোনাসের পাশাপাশি চলতি জুলাই মাসের ১৫ দিনের আগাম বেতন দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে সব শ্রমিকের জন্য করোনার টিকা নিশ্চিত করতে অনুরোধ করেন এই শ্রমিক নেতা।

শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, মালিক-শ্রমিক আপনারা একে অপরের পরিপূরক। মালিক পক্ষের প্রতি তিনি অনুরোধ আপনারা সরকারের নির্দেশনা মেনে আধুনিক ও শ্রমিক নিরাপদ কারখানা গড়ে তুলুন।

বিজিএমইএ’র সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মালিকদের সবার আর্থিক অবস্থা সমান না। অনেক ছোট ও মাঝারি কারখানা আছে। বেতন দিতে অনেকের সমস্যা হচ্ছে কিন্তু তারপরও তারা কষ্ট করে শ্রমিকদের বোনাস পরিশোধ করছেন। এখন কাজের অর্ডার বেশি আসছে যেমন ঠিক তেমনি বিশ্বে সুতার দাম এখন আগের চেয়ে কয়েকগুণ। আমরা চিন্তায় আছি কীভাবে কারখানায় উৎপাদন ধরে রাখবো।

বিকেএমইএ’র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শত কষ্টের মাঝেও করোনা মহামারিতে আমরা বেতন ও বোনাস দিচ্ছি। আগের পাওনা বেতন কীভাবে দেব তা নিয়ে মহাচিন্তায় আছি আমরা।

আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী শাহজাহান খান, বিজিএমইএ’র পরিচালক হারুনুর রশিদ, নাভিদুল হক, বিকেএমইএ’র পরিচালক মোস্তফা মনোয়ারসহ অনেক গার্মেন্টস কারখানার মালিকরা সভায় করোনাকালে তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায়, সম্পর্ক জোরালো করতে চায়

অতিরিক্ত আইজিপিসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা