তিন বছর দায়িত্ব পালন শেষে ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। আজ শুক্রবার তিনি দেশে ফিরে গেছেন।
করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে যাওয়ার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়নি মিলারের। তবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দেখা করে গেছেন।
যুক্তরাষ্ট্রে ফেরার আগে ফেসবুকে দূতাবাসের পেজে মিলার লিখেছেন, ‘গত তিন বছরে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের একটি বড় সম্মান এবং আনন্দের। আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জনগণের উষ্ণতা ও সৌজন্য।’