বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনায় র্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
সেই সঙ্গে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আসামি কনস্টেবল মুকুল ও এসআই মালেককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে, তার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ওই সময় র্যাবের ডিজি ছিলেন হারুন অর রশীদ। ছাত্র-জনতার ওপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
আগামী ২৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
এদিকে জুলাই-আগস্টে আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আসামি কনস্টেবল মুকুল ও এসআই মালেককে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনাল অনুমতি দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর।