Ajker Patrika
হোম > জাতীয়

সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুরকে জনপ্রশাসনে ওএসডি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুরকে জনপ্রশাসনে ওএসডি

সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বুধবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের এ কর্মকর্তা ২০২২ সালের ৩ জানুয়ারি সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এর পর থেকেই দেশজুড়ে সংস্কারের যে দাবি ওঠে, তার পরিপ্রেক্ষিতে সরকারি বিভিন্ন বাহিনী, দপ্তর, প্রতিষ্ঠানে বদলি, অব্যাহতি আর ব্যাপক রদবদল অব্যাহত আছে। প্রশাসনে পালাবদলের মধ্যেই এবার সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুরকেও ওএসডি করা হলো।

অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের যুগ্ম সচিব কে এম আলী আযমকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সম্প্রতি ডিসি নিয়োগ কেলেঙ্কারিতে বিসিএস ২০তম ব্যাচের এই কর্মকর্তার নাম আসে। তখনই আলী আজমের বদলির দাবি জানানো হয় বঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে।

তাঁদের দাবি, তিনি পতিত হাসিনা সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের ডিসি পদায়নে সহায়তা করেছেন। কারণ, আলী আজম হাসিনা সরকারের প্রভাবশালী সচিব খোন্দকার শওকত হোসেনের একান্ত সচিব ছিলেন। এ ছাড়া আরেক সাবেক সচিব জিল্লার রহমান ঢাকার ডিসি থাকাকালে তিনি ডিসি অফিসের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন অনুযায়ী ড. সামিনা আহমেদকে তিন বছর মেয়াদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান পদে পদায়ন করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অরক্ষিত মহাসড়ক, কমেছে রাতের বাসের যাত্রী

ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন: ইইউকে ইউনূস

বেওয়ারিশ লাশ যেন আর না থাকে: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন

পরিবেশ উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের প্রধান বিচারপতির বৈঠক

দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা

১২ কেজির এলপিজির দাম কমে ১৪৫০ টাকা

‘চিকিৎসার অভাবে’ নিহত শিশু মিশকাতের পরিবারকে ২০ লাখ টাকা দিতে রুল

ছুরিকাঘাতে আহত হয়েও ছিনতাইকারী ধরে পদক পেলেন এএসআই মেসবাহ

দুই বাংলাদেশির সংস্থাকে ২৯ মিলিয়ন ডলার দেওয়ার দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়