এসএসসির পুনঃনিরীক্ষণের ফল ১১ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৭: ৩৭

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল আগামী ১১ জুন প্রকাশিত হবে। 
 
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার। 

তিনি বলেন, আগামী ১১ জুন এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে। এ লক্ষ্যে শিক্ষাবোর্ডগুলো কাজ করছে।  
 
গত ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এ পরীক্ষায় মোট জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। আর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মোট পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী।

দ্বৈত নাগরিক মন্ত্রী-এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

নতুন ১০ সৌরবিদ্যুৎ প্রকল্পেও আ. লীগের সুবিধাপ্রাপ্তরা এগিয়ে

তদবির আমলে না নিয়ে একান্ত সচিবকে জানাতে বললেন উপদেষ্টা নাহিদ

২০২৫ অথবা ২৬, নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমার কথা বললেন প্রধান উপদেষ্টা