চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল আগামী ১১ জুন প্রকাশিত হবে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, আগামী ১১ জুন এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে। এ লক্ষ্যে শিক্ষাবোর্ডগুলো কাজ করছে।
গত ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এ পরীক্ষায় মোট জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। আর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মোট পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী।