বিশেষ প্রতিনিধি, ঢাকা
শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বিঘ্ন ঘটলে নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণকক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
সেই সঙ্গে দ্রুত তথ্য দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। এর কার্যক্রম ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উদ্যাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোরূপ বিঘ্ন ঘটলে, নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯—এই মোবাইল নম্বরে অবহিত করা যাবে।
এ ছাড়া বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে।