Ajker Patrika
হোম > জাতীয়

ক্যাডার সার্ভিসের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন পরিকল্পনামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্যাডার সার্ভিসের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন পরিকল্পনামন্ত্রীর

দেশের প্রশাসনে বিদ্যমান ক্যাডার সার্ভিস নিয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘নানা ক্যাডারে বিভক্ত আমলাতন্ত্র কি প্রয়োজন? আদৌ কি ক্যাডার সিস্টেমের দরকার আছে? যে ব্যক্তি যে কাজে দক্ষ সেই ব্যক্তি সেই কাজে দায়িত্ব পালন করবে। এ জন্য আমাদের ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে।’

আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেট বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) মিলনায়তনে ‘স্ট্রাকচার অব ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ সিভিল সার্ভিস: ইটস ইভালুয়েশন সিন্স ১৯৭৭’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রাজনৈতিক ব্যক্তি, বাঙালি ও কিউরিয়াস ব্যক্তি হিসেবে আমার কিছু অভিব্যক্তি আছে। যা আমি সাহস করে বলে ফেলি। আমাদের ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। বিসিএস প্রশাসন ও ইকোনমিক ক্যাডার এক হওয়ায় কাজের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজের অনেক ক্ষতি হয়েছে।’

সাবেক এই বিসিএস ক্যাডার বলেন, ‘যখন সার্ভিসে ছিলাম, গ্রামে কাজ করেছি, এখনো করি। ক্যাডারে যখন ছিলাম তখন প্রতিবন্ধকতা ছিল। রাজনীতির ক্ষেত্রে কিন্তু নেই। আমি এখন সহজে মানুষের সঙ্গে মিশতে পারি। নানা ক্যাডারে বিভক্ত আমলাতন্ত্রের কী প্রয়োজন? তবে সার্ভিস থাকবে। যে যার দায়িত্ব পালন করবে। ডাক্তারেরা ডাক্তারের দায়িত্ব পালন করবে। যে ব্যক্তি যে কাজে দক্ষ সেই ব্যক্তি সেই কাজে দায়িত্ব পালন করবে। জোর করে কারও ওপর কাজ চাপিয়ে দেওয়া উচিত নয়।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্বীকৃত উন্নত দেশ আমেরিকা-ইউরোপে কি এই ক্যাডার সিস্টেম আছে? ব্রিটিশরা কি ক্যাডার সার্ভিসে কাজ করে? তাঁরা যদি ক্যাডার সার্ভিস না রেখে ভালো পারফর্ম করে, তাহলে আমরা কেন পারব না। আমাদের কৃষক ও শ্রমিকের কি ক্যাডার আছে? তাঁরা কিন্তু অনেক ভালো করছে। আমাদেরও ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। পাকিস্তান, ভারত বাংলাদেশে ক্যাডার সিস্টেম আছে ভয়ংকরভাবে। আমি নিজেও কিন্তু ক্যাডারের মানুষ। তারপরও, ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে।’

বিএসটিডির প্রেসিডেন্ট এম জানিবুল হকের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন বিএসটিডির মহাসচিব এম খায়রুল কবীর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএসটিডির নির্বাহী সদস্য বেগম সালেহা বেগম প্রমুখ।

ফেরত পাঠাতে ৫০০ জনকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদক পেলেন সেনাপ্রধান

ভ্রমণ কর জালিয়াতি, বেনাপোল বন্দরে আটক ৬ ভারতীয়

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন হচ্ছে: শ্রম উপদেষ্টা

এবার স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হলো কেন