Ajker Patrika
হোম > জাতীয়

আজিমপুর থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

আজিমপুর থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তাঁর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তাঁর বাবার নাম আলতু মিয়া।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

তুষ্টিসহ চার শিক্ষার্থী মিলে ওই ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট থাকতেন জানিয়ে সাইফুল আরও জানান, সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন তুষ্টি। এ ছাড়া তাঁর ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।’

মৃতের রুমমেট সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল নিউমার্কেটে বৃষ্টিতে ভিজেছেন তাঁরা। এর পর থেকে অসুস্থ বোধ করছিলেন তুষ্টি। গতকাল বিকেলের পর বাসা থেকে বের হননি। আগে থেকেই ঠান্ডার সমস্যা ছিল। সকালে বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি। তাতেও কাজ হয় না। এদিকে পানির কলও খোলা ছিল। পরে ৯৯৯–এ কল দিই। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁকে।’

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

খাবার ও পানীয়র মোড়কে উল্লেখ করতে হবে চিনি, লবণ ও ফ্যাটের মাত্রা

গুমের শিকার ৩৩০ জনের ফেরার আশা ক্ষীণ: কমিশন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

স্কুলে ভর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কোটার আদেশ বাতিল

গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয়: কমিশন

কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম