হোম > জাতীয়

আবারও বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ১৯০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অক্টোবরের শেষ সপ্তাহেও ডেঙ্গুর দাপট কমছে না। গত তিন-চার দিন ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৯০ জন। এদের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং বাইরে ৩৬ জন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ১৭৯ জন। এদের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং বাইরে ছিল ২৫ জন। আগের দিন একজনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪ হাজার ৪৯১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার ২৫ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৬৮৮ জন। এসব রোগীদের মধ্যে সুস্থ হয়েছে ২১ হাজার ৭৪০ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৭ জন। মৃত্যু হওয়া ৮৭ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছে ৮০ জন। বাকিরা ঢাকার বাইরে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী এখন ভর্তি হয়েছে ৮৬১ জন এবং ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭০৩ জন রোগী ভর্তি আছে এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৫৮ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, ঢাকা শিশু হাসপাতালের ১০ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, বিজিবি হাসপাতালে ২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জন ও সংক্রামক ব্যাধি হাসপাতালে ৩ জনসহ মোট ৬৯ জন। এই ৬৯ জন সরকারি-স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

কীটতত্ত্ববিদেরা জানিয়েছেন, বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা। 

ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় নামমাত্র মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে ঢাকার দুই সিটি করপোরেশন। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা