হোম > জাতীয়

মেডিকেল কলেজের ১ হাজার ২৫১ চিকিৎসককে হাসপাতালে সংযুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশের হাসপাতালগুলো করোনায় আক্রান্ত রোগী সামলাতে হিমসীম খাচ্ছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় মেডিকেল কলেজগুলোর এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করেছে সরকার।

মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকদের দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করে গত রোববার ও সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হল। ৭ জুলাইয়ের মধ্যে তাঁদের পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, মেডিকেল কলেজগুলোর সহকারী অধ্যাপক ও প্রভাষকদের দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করা হয়েছে। এখন তাঁরা যে কর্মস্থলে আছে তাঁদের চাকরি সেই কর্মস্থলেই থাকবে। যাকে যেখানে সংযুক্ত করা হয়েছে সেখানে গিয়ে তাঁরা করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবেন।

কত দিনের জন্য এসব চিকিৎসদের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দেওয়া তা নির্ধারণ করে দেওয়া হয়নি জানিয়ে জাকিয়া বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁদের সংযুক্তি দেওয়া হাসপাতালে কাজ করতে হবে। করোনা রোগীদের চিকিৎসায় এখন পর্যন্ত পাঁচ বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের সংযুক্তি বদলি করা হয়েছে। আরও তিন বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের এভাবে বদলি করা হবে। 

মেডিকেল কলেজ থেকে একই মেডিকেল কলেজের হাসপাতালে, একই জেলার জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও পাশের জেলায়ও চিকিৎসকদের সংযুক্তি বদলি করা হয়েছে।

আরও পড়ুন:

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা