নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ পাচারের মামলায় পিকে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইকে বিচারিক আদালতের দেওয়া জামিন স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক)দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, নাহিদা রুনাইয়ের জামিন কেন বাতিল হবে না এ মর্মে রুল জারি করে ছয় মাসের জন্য জামিন স্থগিত করেছেন আদালত।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইকে গত ১৬ মার্চ গ্রেপ্তার করা হয়। ৭০ কোটি ৮২ লাখ টাকার ভুয়া ঋণের কাগজপত্র প্রস্তুত করে আত্মসাতের মামলার আসামি তিনি।
চারটি আর্থিক প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক মামলার আসামি গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী তিনি।
প্রতিষ্ঠান চারটি হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।
নাহিদা রুনাইকে ২৮ ফেব্রুয়ারি জামিন দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। পরে সেই জামিন বাতিল চেয়ে আবেদন করে দুদক। ২০২১ সালের ২৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা।