নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার খন্দকার ওভারসিজের মালিক খন্দকার আবু আশফাকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেন।
রিটকারীর আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ মিয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সিদ্দিক উল্লাহ মিয়া আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের ৯০ দিন আগে তফসিল দিতে হয়। ঘোষিত তফসিলে তা মানা হয়নি। তাই গত রোববার রিটটি করা হয়েছে।