Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ মানচিত্রের যে ব্যাখ্যা দিল দিল্লি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ মানচিত্রের যে ব্যাখ্যা দিল দিল্লি

ভারত সরকার নবনির্মিত সংসদ ভবনে একটি মানচিত্র স্থাপন করেছে। এই মানচিত্রে বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশকে ‘অখণ্ড ভারতের’ অংশ হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান, নেপালসহ আরও কয়েকটি দেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকাও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাব দিয়েছে। 

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি একটি ম্যুরাল। এতে সম্রাট অশোকের রাজত্বের আওতাধীন এলাকা বোঝানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ‘অখণ্ড ভারত’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম দিল্লি থেকে এই জবাব পাওয়ার কথা জানান। 

ভারত সরকারের দেওয়া ব্যাখ্যা উদ্ধৃত করে রফিকুল আলম বলেন, ‘আমাদের জানানো হয়েছে, ম্যুরালটিতে অশোকের সাম্রাজ্য খচিত হয়েছে, যা সংবাদমাধ্যমে “অখণ্ড ভারত” হিসেবে প্রচার করা হয়েছে।’ 

ম্যুরাল স্থাপনের মূল ভাবনা ছিল প্রাচীন ভারত, এমন তথ্য দিয়ে ভারত সরকার জানিয়েছে, ‘সম্রাট অশোকের রাজত্ব ফুটিয়ে তুলতে তাঁর রাজ্যের ব্যাপ্তি, সমসাময়িক কালে সংগঠিত জবাবদিহিমূলক এবং উন্নয়ন ব্যবস্থার প্রতীক হিসেবে এটি স্থাপন করা হয়েছে।’ 

‘অখণ্ড ভারত’ ম্যুরালে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমার।

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় দৈনিক মৃত্যু ২০

নারীদের ওপর জঘন্য হামলা উদ্বেগজনক, সুরক্ষায় আইন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

অদম্য নারী: পুরস্কার পেলেন নারী ক্রিকেট দলসহ আরও যারা

বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

শুরুতেই এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

তাপমাত্রা বাড়লে রমজানে স্বস্তি থাকবে না বিদ্যুতে

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে প্রস্তুতি

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত

১০ লাখ রোহিঙ্গা খাদ্যসংকটে, জরুরি তহবিল বরাদ্দের তাগিদ ডব্লিউএফপির